সঠিক পথের সন্ধান হলো একমাত্র সত্য যুক্তি,
মিথ্যার জগৎ কখনো পারে না দিতে মানবকে মুক্তি।
মিথ্যাকে নির্মূল করে এসো সত্যের হাত ধরি,
জীবন সাজাই সঠিক পথে আল্লাহর নামটি পড়ি।
যে চিনবে সত্যের পথ মানুষ হবে শুদ্ধ,
সযত্নে নিজকে নিয়ন্ত্রণে মিথ্যাকে করো রুদ্ধ।
বিশ্বাস আর সততার মাঝে হয় না কভু দ্বন্ধ,
সম্পর্ক সুন্দর হয় যদি মিথ্যাচার থাকে বন্ধ।
সৎ পথে হালাল রোজগার করো উপার্জন,
নিত্য সুখের জোয়ার বইবে মিথ্যা করে বর্জন।
মিথ্যা কথায় সাময়িক সুখ পরে জন্মায় জ্বালা,
স্থায়ী আনন্দ পেতে জপো সত্য তসবিহের মালা।
Tags
ছড়া-কবিতা