গেদু চাচার বেজায় কষ্ট দুই ছেলে তার চতুর,
গোয়াল ঘরে গরু পেটায় ছেলের দোষে ফতুর।
চাচা বলে মারলে গরু বোঝে মনের কথা,
মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষকে দেয় ব্যথা।
গরু আমায় লাথি মারে আমি মারি তাকে,
তারপরও সে শান্ত ভাবে দুধ দিয়ে তো থাকে?
দুধে আছে পুষ্টি ভালো খেতে অনেক মজা,
সেই দুধেতে ভেজাল দিলে হয়না কোন সাজা!
সৃষ্টির সেরা মানুষ হয়ে ধর্মে বিমুখ কুজন,
পশু পাখি সুজন হলে তুমি কেন বিজন?
গেদু চাচার কষ্টের কথা যাইনি আমরা ভুলে,
পশুটাকে মানুষ করতে মত্ত ছলে বলে।
মানুষ হৃদয় হয়না সদয় পশু ভক্ত প্রভু,
চতুর ছেলের উদর ভরতে ভুল হয়না কভু।
পশুবৃত্তি পরিত্যাগে হবে শুদ্ধ মানুষ,
হুঁশ হারিয়ে হবেনা বেহুঁশ থাকবেনা আর ফানুষ।
পশু থেকে মানুষ হলে ইচ্ছা পূরণ গেদুর!
শান্তি সুখের নীড়ে রবে দুধের সাথে খেজুর।
গেদু চাচার গরুর স্বভাব সন্তান থেকে ভালো,
মানুষ নামের অমানুষরা সমাজ করে কালো।
ভালো মানুষ সমাজ গড়ে দীপ্ত আলোর শিখা,
কুকুর কিন্তু প্রভু ভক্ত সব মানুষের দেখা।
লেজটা তার যে সোজা হয়না যত কর মালিশ,
নরম সজ্জায় ঘুম আসেনা মাথায় ছাড়া বালিশ।
ভরার থেকে শূন্য ভাল যদি কর পূণ্য,
মনুষ্যত্ব জাগ্রত যার পরকাল তার ধন্য।