অহংকার

আম বাগানে আমের ডালে 

থাকতো সবুজ টিয়ে 

টিয়ে দেখে পাশের ডালে 

বসতো কোকিল গিয়ে। 


সবুজ টিয়ে ভীষণ রাগী 

রূপের অহংকারে

কোকিলটা বেশ কালো যে তাই 

চাইতো না সে ফিরে।


একদিন ওই কালো কোকিল 

বললো আপন সুরে 

ও টিয়ে মোর বন্ধু হবি? 

যাবোনা কেউ দূরে।


অহংকারী সবুজ টিয়ে 

ঘুরিয়ে নিল মুখ

বলল ছিছি তুই যে কালো

হেসেই ফাটে বুক!

কাকের বাসায় থাকিস তুই 

নেইকো আপন বাসা

আমার আছে সোনার গড়া 

পিঞ্জিরা এক খাসা!


কষ্ট পেয়ে কালো কোকিল 

চুপটি করে থাকে,

হঠাৎ একটা বাঁদর তাড়া

করলো টিয়েটাকে!

দেখেই কোকিল কুহু কুহু 

উঠল জোরে গেয়ে, 

ভয় পেয়ে ওই দুষ্টু বাঁনর 

পড়লো নিচে বেয়ে।


লজ্জা পেয়ে বলল টিয়ে 

ওরে কোকিল ভাই,

অহংকারে ছিলাম ডুবে 

বুদ্ধি মোটেই নাই।


কালো হলেও বেজায় বুদ্ধি

অপূর্ব তোর গান,

বিপদ কালে পেলাম প্রকৃত

বন্ধুর প্রমাণ।

অহংকার



Post a Comment

Previous Post Next Post

Contact Form