পেটুক রাজা

আজব দেশে পেটুক রাজা

বসছে আসন পেতে,

লবন ছাড়া তরকারি সব

নিচ্ছে বসে পাতে।


প্রজা সকল করের ভারে 

নুইয়ে পড়ে কাঁদে, 

খিলখিলিয়ে হাসছে রাজা 

খাচ্ছে আরও জিদে।


মন ভরেনা পেট ভরেনা 

খাচ্ছে খাদক তালে, 

মানুষ মরে কি'বা অাসে

দেখছে বসে ডালে।


কথায় শুধু ফুল ঝরে তার

কাজের কিছু নাই,

সত্য বললেই লাল দালানে 

হয় যে তার ঠাঁই।


ডোবাই ডাঙা ডাঙায় ডোবা 

কাজ না করেই টাকা, 

শুভংকরের ফাঁকিতে ভাই 

সচল রাখে চাকা।


পেটুক রাজার রাজ্যে মোরা

বাক স্বাধীনতা চাই,

সব চোরেরা এক হয়েছে 

বাঁচার রাস্তা নাই।

পেটুক রাজা


Post a Comment

Previous Post Next Post

Contact Form