বনে শুন্যে লাফাচ্ছে হরিণ। এক লাফে তেইশ হাত। আর বাঘ যায় এক লাফে বাইশ হাত। তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা না। কিন্তু বাস্তবে ঘটছে বিপরীত। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়। কারণটা কি? কারণ হল- হরিণ লাফাতে লাফাতে কখনও কখনও পেছন ফিরে তাঁকায়। বাঘের চাইতে সে কতোটা এগিয়ে আছে বুঝার জন্য। এটাই তার সর্বনাশের কারণ। পেছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই তেইশ হাত পিছনে চলে আসে। তাই চলার পথে কখনও পেছনে তাঁকাতে নেই। ভুল ভ্রান্তি যাই থাকুক, চোখ বন্ধ করে সামনে এগিয়ে যাবার নামই হচ্ছে সফলতা। আল্লাহ আমাদেরকে সঠিক পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।
Tags
গল্প