মানুষ ছয়বার হেরে যায়

মানুষ তার এই জীবনে ছয়বার হেরে যায়।

১। টাকার কাছে...

টাকা যার প্রয়োজনের তুলনায় অধিক আছে, তার পড়েও আরও টাকা চাই। আর যার টাকা নাই, সে টাকার প্রয়োজনে নিজ দেহের মহা মূল্যবান অঙ্গ গুলোকেও বিক্রি করতে কোন দ্বিধাবোধ করে না।

২। ভালোবাসার কাছে...

স্বার্থহীন ভালোবাসার কাছে মানুষ চিরকালই হেরে যায়। কোথাও আবার পুরুষ হেরে যায় স্ত্রীর ভালোবাসার কাছে অথবা স্ত্রী হেরে যায় পুরুষের ভালোবাসার কাছে।

৩। সময়ের কাছে...

সময়ের স্রোত কারো জন্য অপেক্ষা করে না।

৪। বন্ধুত্বের কাছে...

একজন মানুষ তার সত্যিকারের বন্ধুর কাছে সর্বদাই হেরে যায়। যে বন্ধু জীবনের কঠিন পরিস্থিতিতে অর্থাৎ বাঁচা মরার লড়াইয়ে প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করে বন্ধুর জীবনকে বাঁচাতে কোন প্রকার সংকোচ বোধ করে না।

৫। বিবেকের কাছে...

মানুষ তার ক্ষুদ্র জীবনের আয়ুস্কালে সে তার বিবেককে কখনোই চিনতেই পারেনা। এই বিবেক মানুষকে বার বার ধোঁকা দেয়। মানুষের জন্য এটাকে নিয়ন্ত্রণে রাখা মুশকিল ব্যাপার। তাই সকল মানুষকেই জীবনের কোন না কোন সময় বিবেকের কাছে হার মানতে হয়।

৬। মৃত্যুর কাছে...

মানুষ একদিন অসহায় ভাবে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে।

মানুষ ছয়বার হেরে যায়



Post a Comment

Previous Post Next Post

Contact Form