খেলার শেষে যাবে বেলা
আসবে নেমে ভোর,
আঙ্গিনাতে ভিড়বে তরি
যেতেই হবে তোর।
সমন জারি হলে পরে
যাবে কতো দূর,
চোখের আলো থাকবে নারে
বন্ধ হবে সুর।
সচল দেহ অচল হবে
দেখবে কতো লোক,
চোখের জলে বিদায় দিবে
লাগবে মনে শোক।
নামটি কেহ বলবে নারে
ডাকবে সবে লাশ,
সেদিন হবে ভিন্ন ঘরে
নতুন করে বাস।
সেলাই ছাড়া পড়তে হবে
সেদিন জামা গায়,
যাবার বেলা কাফন ছাড়া
সঙ্গে কিছু নাই।
Tags
ছড়া-কবিতা