গরু যেখানে খুশী সেখানে যেতে পারে। মানুষের ক্ষেত মাড়িয়ে খেয়ে আবার সেখানেই হাগু দিয়ে আসতে পারে, সে অধিকার তার আছে। কারণ- গৃহস্থ্য তাকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখেনি কেন? বেচারা দূর্বল কৃষক অভিযোগও করতে পারে না- তুমি ইচ্ছে করেই চিকন দড়ি দিয়ে বেঁধে রেখেছো, যাতে সহজে ছিঁড়ে মানুষের ফসল খেতে পারে।
জোতদার কৃষক মনে মনে ভাবে- মানুষের ফসল খেয়ে গরুটা তো বেশ মোটা-তাজা হয়ে উঠেছে, দেখতে যেন একেবারে বাংলার বাঘ। ভয়ে তার ধারে কাছেও কেউ আসে না।
সামনের কোরবানীতে ছুরির নিচে পড়লেই চালান। না থাক, বরং হাম্বা হাম্বা করুক আর চোখ দুটো বড় বড় করে মানুষেরে কয়েকটা গুঁতো দিয়ে আসুক। কিন্তু আমরা সবাই জানি, গরুকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখলে মানুষের সাথে ক্যাচাল কম হয়।
Tags
পরিবেশ