স্মৃতি

স্মৃতি

কে খেলেছো কাবাডি গোল্লাছুট বৌছি কানামাছি?

জোছনা রাতে সবাই মিলে শুনছো পাতার বাঁশি।

মোরগ ডাকার ডাকে বলো ঘুম ভেঙেছে কার?

জাম কুড়াতে সবার আগে গেছো পুকুর পাড়।

কে খেয়েছো নাস্তা বলো দাঁত না মাজন করে?

পড়ার সময় পেটে ব্যথা বলছো কে কে ঘরে।

কে বলেছো স্যারকে গিয়ে মা বলেছে জ্বর?

পড়া শিখে যাওনি বলে কাঁপছো থরথর।

শীতের সময় রসের হাঁড়ি কে করেছো চুরি?

কার বাড়িতে সন্ধ্যা এলে ভাজতো বলো মুড়ি।

গরুর পালে ধানের মেলে খাইছো কি ডিগবাজি?

খড়কুটোতে চুলকালে গা বলছে কেউ কি পাজি।

সাঁতার কেটে কে কে বলো পাড় হয়েছো নদী?

যে নদীটা আজও আছে চলছে নিরবধি।

রাতের বেলা মাছ ধরতে কে ফেলেছো জাল?

ভোরের আজান এলে পরে কুড়িয়েছো তাল।

গুলতি দিয়ে পাখি শিকার ম্যাচের খোলে তাস,

ডাংগুলীতে কাটতো সময় কাটতো বারো মাস।

শিশু কিশোর এমনি করে করছি আমি পাড়,

মনের মাঝে হাজার স্মৃতি ভাসে বারেবার।

Post a Comment

Previous Post Next Post

Contact Form