জীবনের উপর জীবন জন্মে
জীবনের সুত্র ধরিয়া,
বহু জীবন থাকে বাঁচিয়া
অন্যের জীবনে ভর করিয়া।
জীবনের আনন্দে জীবন হাসে
পরগাছা যেমন জন্মে গাছে,
বুকেতে করিয়া ধারন লালন
আহার যোগান নিজ নির্জাসে।
জীবন্ত ভ্রুণে জন্মে জীবন
জরায়ুতে প্রবেশ করিয়া,
না থাকিলে সেথা জীবনের রেশ
ভ্রুণটাই যেতো মরিয়া।
ফুলে ফসলে ভরে উঠে মাট
মাটিতে জীবন আছে বলিয়া,
রবি হতে গ্রহে ঝরিছে জীবন
আলোক রাশি ধরিয়া।
জীবনের হাতে জীবনের স্মারক
সেথায় স্বর্গ সেতায় নরক,
জীবনই করে জীবন গঠন
জীবনে উন্মোচিত জীবনের মোড়ক।