মেঠো পথের চোখ ধাধানো
অপূর্ব লীলাবতী ছোট গ্রাম,
সবুজ গাছে ভরা দাঁরিয়ে
রাস্তার দু পাশের ডান বাম।
সকাল হলে টিনের চালে
বাক বাকুম পায়রা ডাকে,
লাঙ্গল কাধেঁ কৃষক যায়
ফসল ফলা মাঠের বুকে।
দুুপুর হলে গাছের ডালে
হলদে পাখির ডাক শুনি,
সন্ধ্যা হলেই বাড়ির পাশে
ঝিঝি পোকার বাজে ধ্বনি।
ঘাসের ডগায় শিশির কনা
রুদ্ধের আলোয় মিস্টি হাসে,
খেজুর গাছের বুকটা চিরে
রস বের হয় পৌষ মাসে।
রুপের মাধুর্য এতই সুন্দর্য্য
যেনো শিল্পীর আকা ছবি,
এটা হলো আমার বাংলাদেশ
খুঁজলে পাবেনা কেউ পৃথিবী।
Tags
ছড়া-কবিতা