ফুলকে ভালোবাস ফুল দেয় আনন্দ,
যে ফুল ভালোবাসে না সে বড়'ই পাষণ্ড।
পূর্ণতা পেলে ফুল তবে ছড়াবে সৌরভ,
অঙ্কুরেই বিনষ্ট করলে তাতে নেই গৌরব।
ডাল কাণ্ড ফুলকে আগলে রাখে যতনে,
এমন সুরভী ফুল তুমি বিনষ্ট কর কেমনে?
সে ই ফুল ভালোবাসে যার হৃদয় কোমল,
ভালোবাসা আর ফুল দুটোই আল্লাহর দান।
কন্যা শিশু ফুলের ন্যায় করিলে যতন,
প্রস্ফুটিত হলে সে একদিন হবে রতন।
আদর যত্ন আর শালীনতায় করিলে লালন,
গৌরব উজ্জ্বল করবে সে স্বপ্নের ভূবন।