গাধার দুঃখ

আর কি দিবি আমার পিঠে,

জানটা গেলো জীবন ভর খেটে।

গাধা বলেই এমন আচরণ

করতে পারিস তুই,

আমার কামাই খাচ্ছো কেবল

খাটের উপর শুই।

যদি বলি পারবো নারে,

করবি বিদায় ঘাড় ধরে।

সস্তা ধরে বেঁচবে আমায়

কিনবে নতুন আর,

নতুন মালিক তোরই মতন

ধরবে আমার ঘাড়।

কাজ কি আমার সবার জানা-

স্বর্গে গিয়েও বারা ভানা,

সুখতো আমার নেই কপালে

মনটা তবু সাদা,

যতই খাটাস ততই খাটি।

সাধে কি আর গাধা।



Post a Comment

Previous Post Next Post

Contact Form