অপরাধী

প্রতিবাদের দীপ্ত আলো নিবন্তন আজ দেশে, 

অপরাধী হেঁটে চলে দিনেরাতে বীরের বেশে।

চারিদিকে দেখি ক্ষমতার জোর ক্ষমতার দাম্ভিকতা,

নীতি বাক্যে অনীতির পরশ শূন্য মানবিকতা।

স্বাধীনতা কাঁদে খুব আজ স্বাধীন চেতনার বুকে,

পরাধীনতার শোষণ চলে রক্ত রাঙা চোখে।

অপরাধী criminal








ভয়ে আর স্বার্থের প্রেমেপড়ে প্রতিবাদী হৃদে খিল,

বাংলার আকাশে নেই জীবনানন্দের সোনালী চিল।

কাপুরষে ছেয়ে গেছে স্বাধীন মৃত্তিকা আজ

পবিত্র ধুলাতে অপবিত্র বিবেকে ধরেছে লাজ।

দীপ্ত আলোর আশায় আমি অপেক্ষমান আছি,

একাত্তরের স্বাধীনতা পেলে নিঃশ্বাস ফেলে বাঁচি।

Post a Comment

Previous Post Next Post

Contact Form