সরিষার ভূত

সরিষার মধ্যে ভূত থাকে আজব এক কথা,

নিজ চোখে দেখেছে কেউ কখনো যথা-তথা?

কে দেখেছে নিজ চোখে সরিষায় ভূতের বাস?

পুষ্টি গুনে ভরপুর থাকে বছরে বার মাস।

গ্রাম বাংলায় সরষে ক্ষেতে ফুটে যখন ফুল,

কৃষকের চোখে স্বপ্ন আঁকে মনে জাগে দোল।

সরষে ইলিশ বড়ই স্বাদের নবাবী এক খাবার,

বাংলা ছাড়া কোথাও তুমি দেখবেনা এই আহার।

নানী দাদী সরিষার তেল গায়ে দিতো ডলে,

হাড় মাংস শক্ত হবে আরো কত কথা বলে।

আজ দেখিনা আমার গাঁয়ে সরিষার চাষ করে,

হারিয়ে যাচ্ছে বাংলা থেকে এই শষ্য চিরতরে।

সরিষার ভূত



Post a Comment

Previous Post Next Post

Contact Form