আরব মরুভূমির বালিতে বসবাসকারী বিরল প্রজাতির টিকটিকি। মরুভূমির রাস্তা পার হয়ে ঝোপঝাড়ের মধ্যে লুকানোর চেষ্টা করলো। সেই ফাঁকে একটি ছবি তুলে নিলাম। বালির মধ্যে দিয়ে অতি দ্রুত গতিতে চলাচল করা ও বালির ভিতরে লুকিয়ে থাকার অসাধারণ দক্ষতা রয়েছে এই ছোট প্রাণীটির। মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘণ্টার পর ঘণ্টা পা ফেলে রাখে। পানি বিহীন মরু এলাকায় এরা তৃষ্ণা মেটায় কিভাবে?
পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো সৃষ্টিকর্তার অপরুপ সৃষ্টি
Tags
life