গ্রাম একটা জীবন্ত সকাল। ভোরের আলোর মত, নতুন দৃপ্তি দেয় সব সময়। দক্ষিণা বাতাস যেমন শরীরে সতেজতা নিয়ে আসে, তেমনি গ্রামীন জীবন আবেশ। আবেক আমার মনের কোনায় একটা সুনিবিড় আবহ তৈরি করে।
গ্রামের মেঠ পথ, গাছের সারি, আঁকাবাঁকা পথঘাট, সবুজ প্রন্তর, ছোট নদীর শান্ত ধারা, সহজ সরল লোক মেজাজ, লোকালয়ের প্রান্ত ঘেষে বাঁশঝাড়। দৈনন্দিন কৃষকের ব্যস্ততার নিবিড় সরল পারিবারিক জীবন। হাসি-কান্না, দুঃখ -বেদনার নানান স্মৃতির সংমিশ্রন। যেন প্রকৃতির সহজ রূপায়ন আমার গ্রাম্য জীবন। তাই আমার গ্রাম ও আমার জীবন এক নিবিড় ভালবাসায় বাঁধা।
Tags
প্রকৃতি