কোকিল একটি চরিত্রহীন প্রাণী। তবু মানুষ কোকিলকেই পছন্দ করে। ঘর নেই, সংসার নেই। গোপন পরকীয়ার মত অন্যের বাসায় ডিম পেরে আসে অতি গোপনে। মানুষ থেকে অনেক দূরে থাকে সব সময়। তবু মানুষ কোকিলকেই পছন্দ করে। কোকিলের চেয়ে কাক মানুষের ঘনিষ্ঠ পাখি। কোকিল এসে বসে সবচেয়ে উঁচু মগডালে। কাক এসে বসে গিন্নির খুব কাছের কোন জায়গায়। কাক পচা-বাসি ময়লা খেয়ে পরিবেশ পরিছন্ন রাখে। তবু যত ঝাটার বারি এই কাক বেচারার জন্যই। গিন্নির মন পরে থাকে কোকিলের জন্য।
Tags
প্রকৃতি