অন্তসার শুন্য বাহ্যিক পরিপাটি মানুষগুলো যখন রাস্তা দিয়ে হেটে যায়, তখন আমি দাড়িয়ে দাড়িয়ে চেয়ে থাকি।লক্ষ্য করি তাদের চলনবলন। চেয়ে থেকে যেন বুঝতে পারি তাদের ভেতরটা কি শুন্যতা, কি নির্লিপ্ততা। শুধু নিজের কাজের তাগিদে ব্যস্ততা। হন্যে হয়ে ছুটে চলা মানুষগুলোর দিকে তাকিয়ে শূন্য দৃষ্টিতে উপলিব্ধি করি এর পেছনের রহস্য। না, শুধুই নিজের স্বার্থ চিন্তা, নিজকে নিয়ে ভাবনা। নিজের ঘর কন্যা, সংসার এর বাইরে কিছুই নেই। এভাবে যখন দেখি মনে হয় মানুষ নয়, অনুভুতিহীন কোন প্রানীকেই দেখছি। যে কিনা একটি জীব। আঘাত দিলে ব্যথা পায়, খাবার না পেলে পেট চো চো করে জানান দেয়। জৈবিক আর সকল চাহিদা মেটাতে তাগিদ অনুভব করে। কিন্তু তারা মানুষ নয়, ভেতরে শুন্যতা- অন্তসারহীন। মানুষ, তবুও মানুষ নয়।
Tags
জীবন সংগ্রাম