বেলীফুলের গন্ধ নিতে যেই নেমেছি চাঁদের দেশে
পিঁড়ি পেতে চরকা বুড়ি কাটছে সূতো ছদ্মবেশে।
আমার সাথে খোকন ছিলো, ছিলো পরীর ছোট্ট ছানা
রূপোয় গড়া হীরের পাতে মেঘ ঢেকে রয় নৌকো খানা।
চাঁদের দেশে বিজলী গ্রামে বর্ষা হলেই ঝিলিক নামে
মনিমুক্তোর বাগানখানায় রোজ বিকেলে বৃষ্টি থামে।
খোকন অবাক এসব দেখে চাঁদের দেশের কান্ডখানা
চরকা বুড়ির হীরের সুতোয় জ্যোৎস্না ঢালা উঠোনখানা।
দোয়েল ডাকা সকালবেলায় পান্থপাদপ পাতার ফাঁকে
পরীর ডানার শুভ্র পালক স্বর্নলতায় জড়িয়ে থাকে।
বেলীফুলের গন্ধ নিতে যেই নেমেছি চাঁদের দেশে
পাহাড় থেকে তারার মালা জড়িয়ে ধরে গলায় এসে।
খোকন সোনার ঘুম ভেঙ্গে যায় দোয়েল পাখির মিষ্টি ডাকে
স্বপ্ন বুঝি আকাশটাতে অবাক হয়ে তাকিয়ে থাকে।
পিঁড়ি পেতে চরকা বুড়ি কাটছে সূতো ছদ্মবেশে।
আমার সাথে খোকন ছিলো, ছিলো পরীর ছোট্ট ছানা
রূপোয় গড়া হীরের পাতে মেঘ ঢেকে রয় নৌকো খানা।
চাঁদের দেশে বিজলী গ্রামে বর্ষা হলেই ঝিলিক নামে
মনিমুক্তোর বাগানখানায় রোজ বিকেলে বৃষ্টি থামে।
খোকন অবাক এসব দেখে চাঁদের দেশের কান্ডখানা
চরকা বুড়ির হীরের সুতোয় জ্যোৎস্না ঢালা উঠোনখানা।
দোয়েল ডাকা সকালবেলায় পান্থপাদপ পাতার ফাঁকে
পরীর ডানার শুভ্র পালক স্বর্নলতায় জড়িয়ে থাকে।
বেলীফুলের গন্ধ নিতে যেই নেমেছি চাঁদের দেশে
পাহাড় থেকে তারার মালা জড়িয়ে ধরে গলায় এসে।
খোকন সোনার ঘুম ভেঙ্গে যায় দোয়েল পাখির মিষ্টি ডাকে
স্বপ্ন বুঝি আকাশটাতে অবাক হয়ে তাকিয়ে থাকে।
Tags
ছড়া-কবিতা