মনের সাধ

ইচ্ছে আমার হতে বলে মনের কারিগর,
যাঁর পরশে আলোকিত মনের আঁধার ঘর।
কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য মদ,
ছয় রিপুতে মনুষ্যত্ব কিভাবে হয় বধ?

জানার বড় ইচ্ছে মনে রিপুর কালো দিক,
মানবতা হারিয়ে হয় মানুষ পাশবিক।
রিপুর মায়ায় মানুষ হারায় বিবেচনাবোধ,
জানার ইচ্ছে কোন সে পথে করব প্রতিরোধ।

কামার্ত মন ধায় প্রতিক্ষণ কামের তাড়নায়,
নতুন করে গড়ব সে মন শুদ্ধ সাধুতায়।
ক্রোধানলে ছারখার হয় সংসার সমাজ দেশ,
ক্রোধাবিষ্ট লোকের ক্রোধকে করতে চাই শেষ।

লোভে অন্ধ যে মানবের পরদ্রব্যে মন,
গড়তে চাই তাকে ধরার শ্রেষ্ঠ ত্যাগী জন।
মোহ ঘোরে আচ্ছন্ন জন মূর্খতা যার সাথী,
সব অন্ধকার দূর করে জ্বালব মনে বাতি।

মদান্ধ জন থাকেনা যার হিতাহিত সেই জ্ঞান,
এই মনের সাধ করব তাকে মনুষ্যত্ব দান।
মাৎসর্য দোষ মনকে করে হিংসাতে কাতর,
সেই মনটিকে পরানোর সাধ অহিংসার চাদর।

ষড়রিপুর জালে আটকে জীবনদর্শন ভুলে,
ন্যায়নীতি আর সততাকে রাখছি শিকেয় তুলে।
ষড়রিপুর বিরুদ্ধে তাই করার ইচ্ছে যুদ্ধ,
রিপুর দোষে দুষ্ট হওয়ার পথটি করব রুদ্ধ।

কলিযুগের মানুষ তখন সত্যযুগের মত,
পাপকে ছেড়ে পুণ্যের পথে ছুটবে অবিরত।
হৃদয় দিয়ে হৃদয়কে চাই আলোর পথে নিতে,
শুদ্ধ হৃদয় গড়তে চাই আজ মানবতার হিতে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form