আরবের শয়তান

হে মানুষ- তুমি রোমান হয়েছো
বৈদিক নাকি গ্রীক?
কি শিখিয়েছো? কি বলবো তুমি
কিসের দার্শনিক?

উত্তর দিতে অপারঙ্গম?
তোমার মৌনতায়,
ইতরের দেশে তোমাকে তারা
 ইতর'ই ভেবে যায়।

স্রোতে আসা তরুণ প্রবীণ
ভেসে বেড়াই সেই ভিড়ে?
বটগাছ টেকে না দু'পাড়ে
কীর্তিনাশার সাগর তীরে।

ধীবরের জালে আটকে গিয়েছে
হিমালয় স্রোত প্রাণ,
গুনিজনের দেশে জ্ঞান দান করে
আরবের শয়তান।

Post a Comment

Previous Post Next Post

Contact Form