সুন্দর তুমি সুন্দর হে,
তুমি এলে নব প্রভাতে,
ভোরের হাওয়া বইছে চারিদিকে,
রবির আলো উঠলো জ্বেলে দিক দিগন্তে,
তুমি এলে পুস্পডালা নিয়ে,
সুন্দর তুমি সুন্দর হে।
শীতল হাওয়া যায় বহে এই প্রভাতে,
ঊষার আলোয় দেখবো তোমাকে,
পুস্প দিয়ে করবো হৃদয় মাঝারে,
সুন্দর তুমি সুন্দর হে।
নব এই প্রভাত ভরলো ফুলে ফুলে,
মৌমাছিরা যায় উড়ে দলে দলে,
ফুলের সৌরভে মন যেন হাওয়ায় দোলে,
ভালোবাসা যায় ছুঁয়ে মনে মনে,
সুন্দর তুমি সুন্দর হে।
তুমি নিয়ে এলে মঙ্গল আলোকে,
এই সুন্দর স্নিগ্ধ নির্মল সকালে,
সে আলোয় যাবে দূরে মনের সংকীর্ণতা,
সুখ শান্তিতে কাটবে সবার জীবন,
সুন্দর তুমি সুন্দর হে।
তুমি এলে নব প্রভাতে,
ভোরের হাওয়া বইছে চারিদিকে,
রবির আলো উঠলো জ্বেলে দিক দিগন্তে,
তুমি এলে পুস্পডালা নিয়ে,
সুন্দর তুমি সুন্দর হে।
শীতল হাওয়া যায় বহে এই প্রভাতে,
ঊষার আলোয় দেখবো তোমাকে,
পুস্প দিয়ে করবো হৃদয় মাঝারে,
সুন্দর তুমি সুন্দর হে।
নব এই প্রভাত ভরলো ফুলে ফুলে,
মৌমাছিরা যায় উড়ে দলে দলে,
ফুলের সৌরভে মন যেন হাওয়ায় দোলে,
ভালোবাসা যায় ছুঁয়ে মনে মনে,
সুন্দর তুমি সুন্দর হে।
তুমি নিয়ে এলে মঙ্গল আলোকে,
এই সুন্দর স্নিগ্ধ নির্মল সকালে,
সে আলোয় যাবে দূরে মনের সংকীর্ণতা,
সুখ শান্তিতে কাটবে সবার জীবন,
সুন্দর তুমি সুন্দর হে।
Tags
ছড়া-কবিতা