জীবন তরী

জীবন তরী চলছে আমার, ভুবন নদীর মাঝে
বৈঠা হাতে চালাই প্রভু, সকাল দুপুর সাঁঝে।
দুঃখের স্রোতে ভেসে ভেসে, আজও পাই না কোন কূল
সুখের ভাটা জীবন জুড়ে, বুঝি বেঁচে থাকাই বড় ভুল।
নেয় না কূলে কোন সে ভুলে, শুধু ভাসিয়ে মারে
বুকের কূল ভেঙ্গে রোজই, নদী প্রসার যায় করে।
চলতে চলতে হঠাৎ করেই, না জানি কখন ডুবে এ তরী
প্রভুর চাওয়া হবে পূরণ, এই অদমরে মারি।
জীবনের এই খেলা আমার, সেদিন বন্ধ হয়ে যাবে
যত স্বপ্ন আশা ভালবাসা, সবই অপূর্ণই পড়ে রবে।
মনের আকাশ সেদিন পড়বে ঢাকা, অমাবস্যার অন্ধকারে
অনিচ্ছায় দিবো পাড়ি, চিরতরে সেই অচিনপুরে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form