মাতৃত্ব

জীবন যে তার কান্না ভরা,
দুঃখ নদীর বাঁকে গড়া।
বুঝে বোধে কষ্ট রোদে,
কার বিবেকে পড়ে ধরা?

স্বপ্ন আশা ঘোর ধোঁয়াশা,
পথে যে তার ঘন কুয়াশা।
লাজুক বধূ ত্রস্ত ভয়ে,
সুখের বাসা দুঃখে ঠাসা।

বুকের তলে প্রভূর দয়া,
চলছে সাথে সবর ছায়া।
রব যে দিলেন বুক জুড়ে,
নাদুস-নুদুস শিশু মায়া।

আশা নিয়ে স্বপ্ন যে তার,
নাড়ীর ধনে জীবন সাঁতার।
দুঃখ গলে হৃদয় তলে,
মায়ের হাসি ভূবন বাহার।

সত্য বুকে আঁধার চুকে,
মায়ের শিশু বাড়ে সুখে।
মা'কে রেখো শিরে তুলে,
ঐশী চেখে গেলাম শেখে।

ক্ষয়ে যাক গায়ের চাম,
মায়ের সেবার সেরা দাম।
শ্রদ্ধা যতন নরম স্বরে,
মায়ের হাতে স্বর্গ খাম।

Post a Comment

Previous Post Next Post

Contact Form