এক গোয়ালে দুধ দিতো এক মুদি দোকানিকে,
মাসের শেষে টাকা নিতো রাখতো হিসেব লিখে।
হঠাৎ একদিন ওই দোকানি সন্দেহের রেষে,
ওজনে কম জানতে পারে মাপে অবশেষে।
পরদিন- “দুধ নেবো না” সাফ বলে দেয় রেগে,
নয়শ দিয়ে এক কেজি কও ঘুমাও তুমি জেগে!
এত বড় চোর দেখিনি বাপের জন্মে চৈতন্যে,
ফাঁকি দিয়ে মানুষ এখন হতে চায় বড় ধন্য।
গোয়ালে কয়- গরীব আমি বাটখারা নাই আমার,
জেনে শুনে কম দেবো দুধ- এমন তো নই চামার।
দুধ মাপি রোজ নুন চাপিয়ে আপনার থেকে কেনা,
এখন বলুন কে শোধাবে এমন পাপের দেনা?
“চোরের বড় গলা” শোনেছি তা বহু আগে,
প্রমাণ পেয়ে হাতে-নাতে বিষের ব্যথা জাগে।
মাসের শেষে টাকা নিতো রাখতো হিসেব লিখে।
হঠাৎ একদিন ওই দোকানি সন্দেহের রেষে,
ওজনে কম জানতে পারে মাপে অবশেষে।
পরদিন- “দুধ নেবো না” সাফ বলে দেয় রেগে,
নয়শ দিয়ে এক কেজি কও ঘুমাও তুমি জেগে!
এত বড় চোর দেখিনি বাপের জন্মে চৈতন্যে,
ফাঁকি দিয়ে মানুষ এখন হতে চায় বড় ধন্য।
গোয়ালে কয়- গরীব আমি বাটখারা নাই আমার,
জেনে শুনে কম দেবো দুধ- এমন তো নই চামার।
দুধ মাপি রোজ নুন চাপিয়ে আপনার থেকে কেনা,
এখন বলুন কে শোধাবে এমন পাপের দেনা?
“চোরের বড় গলা” শোনেছি তা বহু আগে,
প্রমাণ পেয়ে হাতে-নাতে বিষের ব্যথা জাগে।
Tags
ছড়া-কবিতা