শিশুর খেলা

গর্ব আমার জন্ম আমার সোনার বাংলাদেশে
শষ্য সুফলা সারা প্রকৃতি সাজে অপরূপ বেশে।
নদীর বুকে নৌকা চলে কাশফুলের সারি
দূর আকাশে সাদা বক তেপান্তরে বাড়ি।
কদম কেয়া জুঁই চামেলী কত ফুলের বাহার
সেই ফুলেতে পাখি খেলে করে আবার আহার।
প্রজাপতির রঙের বাহার ঘাস ফুড়িং এর মুখ
লাল সবুজের দৃশ্য দেখে জুড়ায় আমার চোখ।
নীলাকাশে কাল বৈশাখীর সাদা মেঘের ভেলা
উদাস মনে চেয়ে দেখি মেঘবালিকার খেলা।
সজীবতায় প্রকৃতি সাজে শ্রাবণ মেঘের ধারা
এমন দৃশ্য কোথায় আছে আমার বাংলা ছাড়া।
কোকিল শ্যামা ময়না টিয়া মধুর সুরে গান
মায়ের বুকে শিশুর খেলা দেখে জুড়ায় প্রাণ।

Post a Comment

Previous Post Next Post

Contact Form