নিয়ন্ত্রণ

তস্করে শোনবে কি ধর্মের কাহিনী?
তাদের কাজ পোষা লাঠিয়াল বাহিনী।
লাঠিয়াল উৎপাতে রায়তের প্রাণ যায়,
রায়তের কান্না কি জমিদার শোনে হায়!
জমিদার জমিদার করে মারামারি,
মাঝে পড়ে খান খান রায়তের বাড়ি।
জমিদার মেতে রয় জমিদারি নিয়ে,
এর ফাঁকে বনে দল সর্ব শক্তি দিয়ে।
বেনেদের সংঘের শোষকের দল,
ষড়যন্ত্র করে নেয় প্রজার ফসল।
মোড়কে পুরিয়া দেয় নব নব নাম,
খুশিমতো ঠিক করে জিনিসের দাম।
কৃষক শ্রমিক থাকে বঞ্চনায় পড়ে,
মধ্যসত্বভোগী মাঝে চড়া লাভ করে।
বড় বড় বণিকের কিছু কিছু দল,
অন্তরালে বসে নাড়ে কাঠি আর কল।
ফটকা বাজারী করে কৃত্রিম সংকট,
বানিয়ে দ্রব্যের মূল্য বাড়ায় ঝটপট।
ছল করে কেড়ে নেয় ক্রেতাদের টাকা,
হাট শেষে দেখে ক্রেতা মানিব্যাগ ফাঁকা।
মাঝে মাঝে নামে তারা সরকার বদলে,
নেতা সাজিয়ে নিতে নিজেদের আদলে।
কর্তাদের সাথে রেখে শেয়ার আর প্রীতি,
নিয়ন্ত্রণ করে তারা গোটা অর্থনীতি।

Post a Comment

Previous Post Next Post

Contact Form