মানবতা কেঁদে মরে
অমানুষের ঢলে,
মানুষ হয়ে পশুর স্বভাব
হলে কভু চলে।
রাত পোহালে গরীবের ত্রাণ
হামেশা করে চুরি,
হাজার টাকার মালিক হয়ে
লাগে ভূরি ভূরি।
সকাল সাজে পেপার খুলে
চক্ষু মেলে দেখি,
ডাষ্টবিন যায় বাচ্চা ফেলে
মনুষ্যত্ব একি?
অবৈধ সুখ পেতে তুমি
আমায় পেটে নিলে,
কলঙ্ক ভয় আবার আমায়
ছুড়ে ফেলে দিলে।
কোথায় ছিল সেদিন তোমার
এতো লজ্জা শরম,
মিনিট দশেক সুখের আশায়
করিতে দেহ হরন।
ধিক্কার দেয় ঐ সমাজের
লেবাসধারী মুখ,
মনুষ্যত্ব হোক জয়কার
মানবতা জয় হোক।
অমানুষের ঢলে,
মানুষ হয়ে পশুর স্বভাব
হলে কভু চলে।
রাত পোহালে গরীবের ত্রাণ
হামেশা করে চুরি,
হাজার টাকার মালিক হয়ে
লাগে ভূরি ভূরি।
সকাল সাজে পেপার খুলে
চক্ষু মেলে দেখি,
ডাষ্টবিন যায় বাচ্চা ফেলে
মনুষ্যত্ব একি?
অবৈধ সুখ পেতে তুমি
আমায় পেটে নিলে,
কলঙ্ক ভয় আবার আমায়
ছুড়ে ফেলে দিলে।
কোথায় ছিল সেদিন তোমার
এতো লজ্জা শরম,
মিনিট দশেক সুখের আশায়
করিতে দেহ হরন।
ধিক্কার দেয় ঐ সমাজের
লেবাসধারী মুখ,
মনুষ্যত্ব হোক জয়কার
মানবতা জয় হোক।
Tags
ছড়া-কবিতা