ভোর বেলা সূর্য উঠে
পাখিরা করে গান,
মসজিদে ভেসে আসে
সুমধুর ধ্বনি আজান।
ঘুম ভেঙে শুরু করি
সৃষ্টিকর্তার প্রার্থনা,
জীবনের যত ভুল আছে
প্রভু করো মার্জনা।
ভোরের স্নিগ্ধ হাওয়ায়
মন ভরে আবেশে,
রবি এসে রাঙিয়ে দেয়
পূর্বের ঊষার আকাশে।
নতুন করে ফোটে ফুল
শিশির ভেজা বাগানে,
সোনালী আলো বিকীর্ণ হয়
দোলা লাগে প্রাণে।
প্রভাতে নব স্বপ্ন বুনি
দিনটি যাবে ভালো,
ক্লান্তি গ্লানি মুছে গিয়ে
আসবে সুখের আলো।
পাখিরা করে গান,
মসজিদে ভেসে আসে
সুমধুর ধ্বনি আজান।
ঘুম ভেঙে শুরু করি
সৃষ্টিকর্তার প্রার্থনা,
জীবনের যত ভুল আছে
প্রভু করো মার্জনা।
ভোরের স্নিগ্ধ হাওয়ায়
মন ভরে আবেশে,
রবি এসে রাঙিয়ে দেয়
পূর্বের ঊষার আকাশে।
নতুন করে ফোটে ফুল
শিশির ভেজা বাগানে,
সোনালী আলো বিকীর্ণ হয়
দোলা লাগে প্রাণে।
প্রভাতে নব স্বপ্ন বুনি
দিনটি যাবে ভালো,
ক্লান্তি গ্লানি মুছে গিয়ে
আসবে সুখের আলো।
Tags
ছড়া-কবিতা