থলের বিড়াল বেরিয়ে গেলাম
এইতো বলি মেও,
কে আছোগো কে মহামানব
মাছ ভাজা দেও।
আমার কাছে অনেক খবর
জানবে যদি আসো,
মহাজনের কীর্তি কান্ড
শুনবে যদি বসো।
আমি এমন কিছু জানি
আজকে বলে দিলে,
অনেক নেতাই মরে যাবে
জনগণের কিলে।
আমি কিন্তু সব দেখেছি
অন্ধকারের খেলা,
জানলে তোমরা অবাক হবে
চোরের বড় গলা।
বেশি বেশি ডাকি বলে
আমার সকল দোষ,
দেখলে আমায় তেড়ে আসে
পাড়ার নন্দঘোষ।
আমি কিন্তু বেরিয়ে গেছি
বেঁচে গেছি প্রাণে,
গোপন কথা বলবো এখন
সবার কানে কানে।
এইতো বলি মেও,
কে আছোগো কে মহামানব
মাছ ভাজা দেও।
আমার কাছে অনেক খবর
জানবে যদি আসো,
মহাজনের কীর্তি কান্ড
শুনবে যদি বসো।
আমি এমন কিছু জানি
আজকে বলে দিলে,
অনেক নেতাই মরে যাবে
জনগণের কিলে।
আমি কিন্তু সব দেখেছি
অন্ধকারের খেলা,
জানলে তোমরা অবাক হবে
চোরের বড় গলা।
বেশি বেশি ডাকি বলে
আমার সকল দোষ,
দেখলে আমায় তেড়ে আসে
পাড়ার নন্দঘোষ।
আমি কিন্তু বেরিয়ে গেছি
বেঁচে গেছি প্রাণে,
গোপন কথা বলবো এখন
সবার কানে কানে।
Tags
ছড়া-কবিতা