কালো ধলা সবাই মানুষ
রক্ত সবার লাল,
ধর্ম নিয়ে ফারাক থাকায়
দ্বন্দ্ব চিরকাল।
মানুষ হয়ে জন্ম নিয়ে
চলে কতো পথে,
একই জায়গায় যেতে হবে
ভিন্ন ভিন্ন রথে।
একই জাতি মানব জাতি
একই খোদার সৃষ্টি,
এক খোদার সৃষ্ট হলেও
ভিন্ন ভিন্ন দৃষ্টি।
জাতি বর্ণ ভুলে গিয়ে
মিলে মিশে থাকি,
মানব সেবায় ব্রত হতে
একই চিত্র আঁকি।
সবার জন্য সবাই আমরা
দ্বেষ -বিদ্বেষ ভুলে,
এক আকাশে থাকি সবাই
হাসি প্রাণ খুলে।
রক্ত সবার লাল,
ধর্ম নিয়ে ফারাক থাকায়
দ্বন্দ্ব চিরকাল।
মানুষ হয়ে জন্ম নিয়ে
চলে কতো পথে,
একই জায়গায় যেতে হবে
ভিন্ন ভিন্ন রথে।
একই জাতি মানব জাতি
একই খোদার সৃষ্টি,
এক খোদার সৃষ্ট হলেও
ভিন্ন ভিন্ন দৃষ্টি।
জাতি বর্ণ ভুলে গিয়ে
মিলে মিশে থাকি,
মানব সেবায় ব্রত হতে
একই চিত্র আঁকি।
সবার জন্য সবাই আমরা
দ্বেষ -বিদ্বেষ ভুলে,
এক আকাশে থাকি সবাই
হাসি প্রাণ খুলে।
Tags
ছড়া-কবিতা