অপরূপ মাকাল ফলে
জীবন যৌবন যাবে চলে
শোন রে মানুষ ভায়া,
বেশতো আছি সবার মাঝে
স্বপন দেখি সকাল সাঁঝে
মরলে হবো ছায়া।
রক্ত-মাংসের দেহ হেন
অস্থি-পিঞ্জর খাঁচা যেন
চামড়ায় ঢাকা কায়া,
মল-মুত্রে ভরা আগার
পঁচা গলা জ্যান্ত ভাগাড়
মিছে করি মায়া।
কীটের বাসা দেহ রসে
রূপের ঘোরে মরি বশে
আছি হয়ে আয়া,
পরের জায়গায় হাল ঘুরিয়ে
দেহের গেল দম ফুরিয়ে
ভাঙলো শেষে পায়া।
যতন করে বেঁধে ঘর
আপন যখন হলো পর
নেই তবু হায়া,
শেষের দিনে একলা যাবি
ফেলে রেখে ঘরের চাবি
পুত্র-কন্যা জায়া।
জীবন যৌবন যাবে চলে
শোন রে মানুষ ভায়া,
বেশতো আছি সবার মাঝে
স্বপন দেখি সকাল সাঁঝে
মরলে হবো ছায়া।
রক্ত-মাংসের দেহ হেন
অস্থি-পিঞ্জর খাঁচা যেন
চামড়ায় ঢাকা কায়া,
মল-মুত্রে ভরা আগার
পঁচা গলা জ্যান্ত ভাগাড়
মিছে করি মায়া।
কীটের বাসা দেহ রসে
রূপের ঘোরে মরি বশে
আছি হয়ে আয়া,
পরের জায়গায় হাল ঘুরিয়ে
দেহের গেল দম ফুরিয়ে
ভাঙলো শেষে পায়া।
যতন করে বেঁধে ঘর
আপন যখন হলো পর
নেই তবু হায়া,
শেষের দিনে একলা যাবি
ফেলে রেখে ঘরের চাবি
পুত্র-কন্যা জায়া।
Tags
ছড়া-কবিতা