নূর মসজিদ

সংযুক্ত আরব আমিরাতের ৩য় বৃহত্তম অপরূপ সৌন্দর্যের শহর শারজাহ। এর আয়তন প্রায় ২,৫৯০ বর্গকিলোমিটার। সাংস্কৃতিক রাজধানী হিসাবে খ্যাত ও প্রচুর ইন্ডাস্ট্রি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরিচালিত হওয়ায় পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলেনি। এজন্য অধিক ইন্ডাস্ট্রি পরিবেষ্টিত হওয়া সত্বেও বিশ্বস্বাস্থ্য সংস্থা শারজাহকে স্বাস্থ্যকর সিটি হিসাবে ঘোষণা করেছে।
আল নূর মসজিদ | Al-Noor-Mosque
সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সবচেয়ে মসজিদ রয়েছে এই শারজাহ শহরে। তার মধ্যে সর্ববৃহৎ আল নূর মসজিদ। এই মসজিদ তৈরীতে ব্যয় হয়েছে ৬শ’ ৬০ কোটি টাকা। ১ লাখ ৮৬ হাজার বর্গ মিটার জয়গায় ওপর নির্মিত এই মসজিদে এক সাথে ১৮০০০ পুরুষ ও ৪০০০ মহিলা মোট ২২ হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারেন। মসজিদ কমপ্লেক্সে ইমাম ও মুয়াজ্জিনের আবাসস্থল ছাড়াও এখানে একটি স্যুভেনির শপ ও মিউজিয়ামও রয়েছে। মসজিদে আসা মুসল্লীদের জন্য ২০০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। অসুস্থ ও বয়োবৃদ্ধদের জন্য রাখা হয়েছে ১০০টি হুইল চেয়ার। মসজিদের বাইরে রয়েছে বাগান, ঝর্ণা ও লাইব্রেরী। মসজিদের চারদিকে রাবারের রাস্তা দর্শনার্থীদের জন্য। মসজিদের বিশাল লাইব্রেরীতে রয়েছে বহু আদি ইসলামী নিদর্শন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form