বলতে পার কেউ কি- তবে সত্য কেন বলতে মানা?
এ যে অতি সহজ গো ভাই, আমরা যে সব দল কানা।
বলতে পার কেউ কি- তবে সবাই কেন স্বার্থ-অন্ধ?
সে আর এমন কঠিন কি- ভাই, বিবেক নামের চোখটি বন্ধ।
বলতে পার মানুষ কেন- মানুষকেই আঘাৎ হানে?
আমরা মানুষ মানুষে নেই, তাইত ফিরাই কঠোর বানে।
বলতে পার সৎ মানুষের- আজকে কেন বড়ই আকাল?
স্বার্থে অন্ধ এই দুনিয়া বড়ই কঠিন মিলানো তাল।
বলতে পার দিনে দিনে- মানুষ কেন বদলে যে যায়?
স্বার্থে অন্ধ বিবেকহীন- তাই, নিজেই নিজের বন্দনা গায়।
এ যে অতি সহজ গো ভাই, আমরা যে সব দল কানা।
বলতে পার কেউ কি- তবে সবাই কেন স্বার্থ-অন্ধ?
সে আর এমন কঠিন কি- ভাই, বিবেক নামের চোখটি বন্ধ।
বলতে পার মানুষ কেন- মানুষকেই আঘাৎ হানে?
আমরা মানুষ মানুষে নেই, তাইত ফিরাই কঠোর বানে।
বলতে পার সৎ মানুষের- আজকে কেন বড়ই আকাল?
স্বার্থে অন্ধ এই দুনিয়া বড়ই কঠিন মিলানো তাল।
বলতে পার দিনে দিনে- মানুষ কেন বদলে যে যায়?
স্বার্থে অন্ধ বিবেকহীন- তাই, নিজেই নিজের বন্দনা গায়।
Tags
ছড়া-কবিতা