দহনে দহনে জীবন

জীবনকে দেখতে হয় মৃত্যু পথযাত্রী একজন মানুষের চোখ দিয়ে। তখন ধূসর পাতা কি চকচকেই না মনে হয়। কুৎসিত মুখখানাও মায়া-মায়া, ঢলঢলে। পাঁজরে আটকে থাকা ছোট্ট শ্বাসটাও রাবারের মত টেনে টেনে লম্বা করার কি এক প্রয়াস। এই যে মানুষটা শাহেনশার মত পায়ের উপর পা তুলে অঘোরে শুয়ে আছেন। ভাল করে লক্ষ করতে বোঝা যাবে বাঁ পায়ের পাতা নেই কিন্তু দেখার কে? দহনে দহনে জীবন। টাকাই যেখানে বড়, মানবতা সেখানে নাই বললেই চলে। মানব সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা, টাকা সৃষ্টি করেছে মানব। আর সেই টাকার কাছেই মানবতার পরাজয়।
দহনে দহনে জীবন | আমির হোসেন

Post a Comment

Previous Post Next Post

Contact Form