সমুদ্রের ঢেউ খেলানো দ্বারা বালির তৈরি দুর্গ ধ্বংস হচ্ছে এবং আবার পুনর্নির্মাণ। এমনি ভাবে দুটি শিশু খেলা করছে। তাহারা তাঁর নিজের আনন্দের জন্য বালির দুর্গ তৈরি করছে, সমুদ্রের ঢেউ এসে এটি আবার ধ্বংস করছে। তখন তাহারা আবার তৈরি করে। এভাবেই বারে বারে তৈরি ও ধ্বংস হচ্ছে। যেখানে শুরু সেখানেই শেষ, এ ভাবেই জীবন।
মানব জীবন মহা সমুদ্রের মত। সমুদ্রে জোয়ারে আসে ভাটায় চলে যায়, কিন্তু যখন আসে তখন বিস্তৃন অঞ্চল জলে ভেসে যায়। মানব জীবনেও সুখ ভালবাসা আসে জোয়ার ভাটার মত। যখন আসে তখন খুশির সীমানা খোঁজে পাওয়া যায় না, মনে হয় খুশি সব বাধা পেরিয়ে যায় কিন্তু যখন চলে যায় তখন দুঃখ কষ্টের সীমা থাকে না। জোয়ারে আসা অসংখ্য পাথর, শঙ্খের মত ভালবাসা ও রেখে যায় কিছু স্মৃতি যা কাঁদায় সারাটি জীবন আর মনে করিয়ে দেয় তার কথা।
মানব জীবন মহা সমুদ্রের মত। সমুদ্রে জোয়ারে আসে ভাটায় চলে যায়, কিন্তু যখন আসে তখন বিস্তৃন অঞ্চল জলে ভেসে যায়। মানব জীবনেও সুখ ভালবাসা আসে জোয়ার ভাটার মত। যখন আসে তখন খুশির সীমানা খোঁজে পাওয়া যায় না, মনে হয় খুশি সব বাধা পেরিয়ে যায় কিন্তু যখন চলে যায় তখন দুঃখ কষ্টের সীমা থাকে না। জোয়ারে আসা অসংখ্য পাথর, শঙ্খের মত ভালবাসা ও রেখে যায় কিছু স্মৃতি যা কাঁদায় সারাটি জীবন আর মনে করিয়ে দেয় তার কথা।