শালী

শশুর আমায় দিয়ে ছিল, একখান ট্রানজিসটারের গান
রুপবান ছবির গান শুনিয়া, করতে যাইতাম স্নান।
শশুরবাড়ীর বেকুব মাইয়া, মুইট্টা একখান শালী
চাটনী খাওয়ার মতলব আইটা আমার পকেট খালী।
হাত রাঙাতে মেহেদী পাতা, বরুন গাছের ছাল
দেখতে যাইয়া শালীর গুতায়, হইলাম লালে লাল।
দুপুর বেলা স্নান করিতে, পুকুর ঘাটে গেলে
গিয়ে দেখি কে যেন ভাই, জাল রেখেছে ফেলে।
পিছন পানে না চাহিতে তিন মোটা শালী
মাছ ধরিতে হবে এখন, নইলে দেব ঠেলি।
বাপরে বাপ, খোদার খাসী, কি চাউলের ভাত!
শালীতো নয় আটার বস্তা, পাকিস্তানী হাত।

Post a Comment

Previous Post Next Post

Contact Form