লস্কর বাড়ী

লস্কর বাড়ীর দক্ষিণ পাশে তোমার পানে হেথা,
গোসল করিতে দিঘির ঘাটে- আড় চোঁখেতে দেখা।
ভেবে মনে কল্পনাতে নীল পরীর মত রুপ,
ধমক দিয়ে বিবেক বলে- এখন থাক চুপ।
ভয়ে আমার মনের ভেতর উথাল পাতাল করে,
ঐ রুপ যদি না পাই কভু- শূণ্য মনের ঘরে।
পাড়ার লোকে একবার যদি- উল্টা পাল্টা বুঝে,
গামছা থাকবো তুই পালাবি পাবে না কোথাও খোজে।
নারিকেল পাতার ঝাড়ুর পিডা তোর কপালে আছে,
প্রেমিকা পাওয়াতো দুরের কথা- জুতার মালা পাছে।
সেই থেকে যে আমি ভয় পাইলাম- এখনো মনে পড়ে,
সেই ভয় আমার ভূত সাজিয়া- গভীর ঘুমের ঘোরে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form