মানবধিকার

সৃষ্টির সেরা জীবের কদর
পশুরা কি আর বোঝে,
মানুষ এখন জীবন বাঁচাতে
মানুষের আশ্রয় খোঁজে।

এতো হাহাকারে তবুও যদি
বিবেক তালা না খোলে,
মানুষ কি আছে ভূ-মানচিত্রে
পঁচা লাশে দোলে জলে।

আহাজারি করে স্বজনে সুজনে-
সহ্য সীমা টপকেছে আজ,
কি হবে আর মানবধিকার-
শুনি শুধু হতাশার আওয়াজ!

কিসের বাধা কিসের তাড়নে
মানব জীবের এ সাঁজ?
লাশের উপরে দাড়িয়ে সবে
পরে আছে রাজ তাজ।

এমন দৃশ্যে রাজার মুখে
খাবার কেমনে উঠে,
অনাহারে সব হাহাকার করে
শুকনো কচি ঠোটে!

মানুষের মন পাল্টাতেই পারে
অবাক হবারই কি?
দিন চলে যায় স্মৃতি পড়ে থাকে
এখন যে মুখে গাওয়া ঘি।

নিষ্ঠুরতাও আজ বিলাপ করে
দেখি মানবতার অপমান,
পাথর ভাংগার হাতুড়ি কই আজ
কবে হবে অবসান?

নিয়তী নয়ন নীরব কেনো
কোন ভয়ে আজ দেখেনা,
আজ যে কলি কাল হবে ফুল
ঝরা পাঁপড়ি তবু শেখেনা।

রক্তের জ্বালা রক্ত বোঝে
এ যে তৃতীয় সূত্র,
তারাও মানুষ তারাও সৃষ্টির
হোক না যে কোন গোত্র।

Post a Comment

Previous Post Next Post

Contact Form