আগে ভাবতাম আর বলতাম মানুষকে দেখেই বুঝতে পারি কেমন হবে। আসলে আমি যে কতখানি ভুল ছিলাম তা দিন যাচ্ছে আর বুঝতে পারছি। দেখে তো দূরের কথা। বছরের পর বছর একসাথে থেকেও পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাণী মানুষকে চেনা সম্ভব না। সারাজীবন একসাথে থাকলেও মনে হয়না মানুষকে চেনা সম্ভব হবে। এখন পরিচিত মানুষকেও এখন অপরিচিত মনে হচ্ছে। যত দিন যাচ্ছে আর ততটাই নতুন করে চিনছি। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন, হিংস্র এবং বিচিত্র মনের অধিকারী হচ্ছে স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি। কিছু কিছু সময় নিজেকে মানুষ ভাবতেও আজকাল কষ্ট হয়। যেখানেই যাই বা দেখি, সেখানেই এক মানুষের ভেতর লুকিয়ে থাকে আরেক মানুষ। হায়রে মানব জাতি।