সকাল বেলা পাখিরা বের হয়ে যায় রিজিকের সন্ধানে, তখনো সে জানে না কোথায় রয়েছে তার খাদ্যদানা। সন্ধ্যার আগেই কিন্তু পেট পুরে বাসাই ফিরে, এই ভাবেই তাদের জীবন চলে। বাসায় যদি বাচ্চা থাকে তবে বাচ্চার জন্য ঠোটে করে কিছু খাদ্যদানা নিয়ে আসে। আর যদি বাচ্চা না থাকে তবে আগামিকাল বসে খাবে এই ভেবে একটি খাদ্যদানাও পাখিরা জমা করে না। পাখিদের কি শক্তিশালী বিশ্বাস আল্লাহ্র উপর! এমন অনেক অজানা জীব এই পৃথিবীতে রয়েছে তাহা শুধু আল্লাহ্ ভালো জানে। কিন্তু সৃষ্টির সেরা মানুষ কি পারে আজকের পৃথিবীতে আল্লাহ্কে এমন বিশ্বাস করে চলতে?