যখন একজন মা তার সন্তানের হাসি দেখার জন্য, সন্তানকে কষ্ট থেকে মুক্তির জন্য ক্ষিদে মেটায়, যখন তার নিজের অংশের খাবারটুকু "আমি ক্ষুধার্ত নই" বলে সন্তানের মুখে তুলে দেয়, যদিও সে জানে যে, তার আর খাবার কিছু নেই।
#এটা_ভালোবাসা!
যখন একজন বাবা তার সন্তানের সকল ইচ্ছে পূরণের জন্য, সন্তানের মুখে হাসি দেখার জন্য দিন রাত এক করে কাজ করে, যদিও সে নিজের জন্য কখনো এই সুখ নিতে চায় নি।
#এটা_ভালোবাসা!
যখন আপনি মায়ের কাছ থেকে কোনো ভুলের জন্য কথা শুনছেন, তখন আপনার বোন আপনার মাকে বোঝানোর দায়িত্ব নেয়, যদিও সে নিজেও পরে আপনাকে কথা শুনিয়ে যাবে।
#এটা_ভালোবাসা!
যখন আপনার ছোটভাই ইচ্ছে করেই তার শত্রুদের সামনে গিয়ে ঝগড়া তৈরি করে, কারণ সে জানে আপনি তাকে বাঁচাতে আসবেন। যদিও আপনি কোনোদিনও ঝগড়াই করেন নি।
#এটা_ভালোবাসা!
যখন আপনার স্ত্রী সারাদিন কাজ করার পর, রাতের খাবার নিয়ে আপনার অপেক্ষায় বসে থাকে, না খেয়ে। যদিও ক্ষিদের জ্বালায় তার শরীর খারাপ হয়ে আসছে।
#এটা_ভালোবাসা!
যখন একজন সৈনিক তার পরিবারের মায়া-মমতা, ছোট বাচ্চাটার হাসি আর মায়ের চেহারাকে দূরে ঠেলে রেখে দেশের জন্য বর্ডারে পা রাখে। সে জানে যে, সে আর এই মায়াময় পরিবারে ফেরত নাও আসতে পারে।
#এটা_ভালোবাসা!
যখন একজন মানুষ একা একাই ২০ বছর ধরে গাছ রোপন করে যাচ্ছে, কারো জন্য অপেক্ষা না করেই। শুধুমাত্র প্রকৃতিকে সুন্দর দেখার জন্য। যদিও সে জানে তার গাছই আবার কাটা পড়বে।
#এটা_ভালোবাসা!
যখন একটা ভিক্ষুক, নিজে খেতে না পেরে, তার সারাদিনের জমানো খাবারটাও রাস্তার ধারের কুকুরের মুখে তুলে দেয়, যদিও সে জানে তার কাছে আর কোনো খাবার অবশিষ্ট নেই।
#এটা_ভালোবাসা!
যখন দেশের প্রত্যেকটা মানুষ দেশকে নষ্ট করে যাচ্ছে, সেখানে একদল মানুষ দেশের জন্য লড়াই করে যাচ্ছে, দেশকে সুন্দর আর পরিষ্কার রাখার লক্ষ্যে। যদিও তারা জানে যে, এই সৌন্দর্য আবার নষ্ট হয়ে যাবে।
#এটা_ভালোবাসা!
যখন একজন খেলোয়ার তার জীবনের শ্বাস-প্রশ্বাস থেকে শুরু করে সবকিছুতেই শুধুমাত্র দেশের জন্য খেলার মাঠে লড়াই করেছে। যদিও সে জানে না যে, তার স্বপ্ন পূরণ হবে কি না।
#এটা_ভালোবাসা!
যখন আপনার বিড়াল আপনার জন্য সারাদিন অপেক্ষা করে থাকে, কখন আপনি কাজ থেকে ফিরবেন। ফিরলেই এসে জড়িয়ে ধরে আপনাকে। যদিও সে জানে না আপনি তাকে আদৌ ভালোবাসেন কি না।
#এটা_ভালোবাসা!
যখন একজন লেখক তার কলমের খোঁচায় সোডিয়াম রঙের কাগজে নিজের ইচ্ছেটাকে প্রকাশ করে। যদিও সে জানে না সেই লেখার মূল্য কতটা
#এটা_ভালোবাসা!
যখন একটা ছেলে সারারাত কেঁদে দিনের বেলায় হাসিমুখে মেয়েটাকে অন্য কোনো ছেলের হাতে তুলে দেয়। যদিও সে জানে যে, তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে।
#এটা_ভালোবাসা!
যখন একটা মেয়ে জীবনে প্রথমবার তার নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে এসেছে, কিন্তু এসে দেখে ছেলেটা অন্য কারো বুকে মাথা গুঁজে দিয়েছে। যদিও সে জানে যে, তার বুক ফেটে কান্না আসছে।
#এটা_ভালোবাসা!
ভালোবাসা এমন একটা শব্দ, যাহা শাব্দিক বেড়াজালের বাইরে, অনেক বাইরে। হাজার আলোকবর্ষ দূরে থাকলেও স্থান কিংবা সময়ের জন্য আপনার ঠোঁটে মুচকি হাসি আর চোখের কোনায় অশ্রু কনা জমতে পারে একই সাথে।
#এটা_ভালোবাসা!
ভালোবাসা কেউ দেখায়, কেউ দেখায় না। কেউ বোঝায়, কেউ বোঝায় না। কেউ চায়, কেউ চায় না। ভালোবাসা তো একই পয়সার দুটো দিকে মতো। যার একদিকে থাকে আবেগ, অন্যদিকে বাস্তবতা। যার একদিকে থাকে কান্না, অন্যদিকে হাসি। যার একদিকে থাকে সুখ, অন্যদিকে দুঃখ। যার একদিকে থাকে ভালোবাসা, অন্যদিকে ঘৃণা।
#এটা_ভালোবাসা!
যখন একজন বাবা তার সন্তানের সকল ইচ্ছে পূরণের জন্য, সন্তানের মুখে হাসি দেখার জন্য দিন রাত এক করে কাজ করে, যদিও সে নিজের জন্য কখনো এই সুখ নিতে চায় নি।
#এটা_ভালোবাসা!
যখন আপনি মায়ের কাছ থেকে কোনো ভুলের জন্য কথা শুনছেন, তখন আপনার বোন আপনার মাকে বোঝানোর দায়িত্ব নেয়, যদিও সে নিজেও পরে আপনাকে কথা শুনিয়ে যাবে।
#এটা_ভালোবাসা!
যখন আপনার ছোটভাই ইচ্ছে করেই তার শত্রুদের সামনে গিয়ে ঝগড়া তৈরি করে, কারণ সে জানে আপনি তাকে বাঁচাতে আসবেন। যদিও আপনি কোনোদিনও ঝগড়াই করেন নি।
#এটা_ভালোবাসা!
যখন আপনার স্ত্রী সারাদিন কাজ করার পর, রাতের খাবার নিয়ে আপনার অপেক্ষায় বসে থাকে, না খেয়ে। যদিও ক্ষিদের জ্বালায় তার শরীর খারাপ হয়ে আসছে।
#এটা_ভালোবাসা!
যখন একজন সৈনিক তার পরিবারের মায়া-মমতা, ছোট বাচ্চাটার হাসি আর মায়ের চেহারাকে দূরে ঠেলে রেখে দেশের জন্য বর্ডারে পা রাখে। সে জানে যে, সে আর এই মায়াময় পরিবারে ফেরত নাও আসতে পারে।
#এটা_ভালোবাসা!
যখন একজন মানুষ একা একাই ২০ বছর ধরে গাছ রোপন করে যাচ্ছে, কারো জন্য অপেক্ষা না করেই। শুধুমাত্র প্রকৃতিকে সুন্দর দেখার জন্য। যদিও সে জানে তার গাছই আবার কাটা পড়বে।
#এটা_ভালোবাসা!
যখন একটা ভিক্ষুক, নিজে খেতে না পেরে, তার সারাদিনের জমানো খাবারটাও রাস্তার ধারের কুকুরের মুখে তুলে দেয়, যদিও সে জানে তার কাছে আর কোনো খাবার অবশিষ্ট নেই।
#এটা_ভালোবাসা!
যখন দেশের প্রত্যেকটা মানুষ দেশকে নষ্ট করে যাচ্ছে, সেখানে একদল মানুষ দেশের জন্য লড়াই করে যাচ্ছে, দেশকে সুন্দর আর পরিষ্কার রাখার লক্ষ্যে। যদিও তারা জানে যে, এই সৌন্দর্য আবার নষ্ট হয়ে যাবে।
#এটা_ভালোবাসা!
যখন একজন খেলোয়ার তার জীবনের শ্বাস-প্রশ্বাস থেকে শুরু করে সবকিছুতেই শুধুমাত্র দেশের জন্য খেলার মাঠে লড়াই করেছে। যদিও সে জানে না যে, তার স্বপ্ন পূরণ হবে কি না।
#এটা_ভালোবাসা!
যখন আপনার বিড়াল আপনার জন্য সারাদিন অপেক্ষা করে থাকে, কখন আপনি কাজ থেকে ফিরবেন। ফিরলেই এসে জড়িয়ে ধরে আপনাকে। যদিও সে জানে না আপনি তাকে আদৌ ভালোবাসেন কি না।
#এটা_ভালোবাসা!
যখন একজন লেখক তার কলমের খোঁচায় সোডিয়াম রঙের কাগজে নিজের ইচ্ছেটাকে প্রকাশ করে। যদিও সে জানে না সেই লেখার মূল্য কতটা
#এটা_ভালোবাসা!
যখন একটা ছেলে সারারাত কেঁদে দিনের বেলায় হাসিমুখে মেয়েটাকে অন্য কোনো ছেলের হাতে তুলে দেয়। যদিও সে জানে যে, তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে।
#এটা_ভালোবাসা!
যখন একটা মেয়ে জীবনে প্রথমবার তার নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে এসেছে, কিন্তু এসে দেখে ছেলেটা অন্য কারো বুকে মাথা গুঁজে দিয়েছে। যদিও সে জানে যে, তার বুক ফেটে কান্না আসছে।
#এটা_ভালোবাসা!
ভালোবাসা এমন একটা শব্দ, যাহা শাব্দিক বেড়াজালের বাইরে, অনেক বাইরে। হাজার আলোকবর্ষ দূরে থাকলেও স্থান কিংবা সময়ের জন্য আপনার ঠোঁটে মুচকি হাসি আর চোখের কোনায় অশ্রু কনা জমতে পারে একই সাথে।
#এটা_ভালোবাসা!
ভালোবাসা কেউ দেখায়, কেউ দেখায় না। কেউ বোঝায়, কেউ বোঝায় না। কেউ চায়, কেউ চায় না। ভালোবাসা তো একই পয়সার দুটো দিকে মতো। যার একদিকে থাকে আবেগ, অন্যদিকে বাস্তবতা। যার একদিকে থাকে কান্না, অন্যদিকে হাসি। যার একদিকে থাকে সুখ, অন্যদিকে দুঃখ। যার একদিকে থাকে ভালোবাসা, অন্যদিকে ঘৃণা।