নেশা মানুষ ও মনুষ্যত্বের মৃত্যু ঘটায়। মাদক নেশা সমাজ ও স্বাস্থ্যের পক্ষে সমান ক্ষতিকারক…
আমাদের সমাজ ব্যবস্থায় কোনদিন নেশার স্থান ছিলনা। আর যদি হতো তাহলে বাপ-দাদারা মদ-গাঁজা, ইয়াবা খেত। তারা তো কোনো দিন মদ-গাঁজা, ইয়াবা খাইনি। তাহলে আমরা খাব কেন? মদ-গাঁজা, ইয়াবা খাওয়া মানেই আমার পরিবারের ঐতিহ্যের অবমাননা। তাদের অপমান করা তাদের বংশে দাগ দেওয়া। মদ খাওয়াটা ভালো মানুষের পরিচয় না। তাহলে মদ-গাঁজা, ইয়াবা খেয়ে আমরা কুলের কলঙ্ক হচ্ছি নাতো?
অনেকে বলেন নিজের রোজগারে খায়। নিজের বাপের টাকাই খায়। একদম ১০১% সত্য। জীবনটা আপনার, রোজগারটা আপনার, টাকাটা আপনার, খরচটা আপনার আর সিদ্ধান্তটাও আপনার। ভালো কাজে খরচ করবেন না মন্দ কাজে লাগাবেন।
আমি বলব মদ খাবেননা মদ মানুষকে মরাই।
১) প্রথমে নিজের পরিবার মদ-গাঁজা, ইয়াবা মুক্ত রাখুন।
২) মদ-গাঁজা, ইয়াবা যুক্ত পরিবারের সাথে আত্মীয়তা থেকে বিরত থাকুন।
৩) মদ-গাঁজা, ইয়াবা সংগত থেকে দুরে থাকুন।
সরকারঃ
মদ-গাঁজা, ইয়াবা সেবনকারীদের চাকুরি থেকে বরখাস্ত করুন।
আর মদ-গাঁজা, ইয়াবা দোষীদের সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত করুন।
গাড়ির ড্রাইভার মদ খেয়ে এক্সিডেন্ট করলে ড্রাইভারের সাথে বেশী হলে ১০০ লোক মরবে।
আর যারা দেশের ভবিষ্যত, সরকারি বিভাগ তথা দেশের ড্রাইভার তারা যদি মদ খেয়ে এক্সিডেন্ট করে তাহলে তার লোক হিসাব টা বলতে পারবে পুলিস প্রশাসনের নেশা মাপক যন্ত্রটা।
আমি আমার আত্মীয়স্বজন বন্ধুদের বলছি…
যদি আমার সাথে সম্পর্ক রাখবেন মদ-গাঁজা, ইয়াবা ছাড়ুন। মদ-ইয়াবা লোকের বাড়িতে আমার প্রবেশ নিষেধ আছে।
মদ-গাঁজা, ইয়াবা মানুষ ও মনুষ্যত্বের মৃত্যু ঘটায়। মদ সমাজ ও স্বাস্থ্যের পক্ষে সমান ক্ষতিকারক।
আমাদের সমাজ ব্যবস্থায় কোনদিন নেশার স্থান ছিলনা। আর যদি হতো তাহলে বাপ-দাদারা মদ-গাঁজা, ইয়াবা খেত। তারা তো কোনো দিন মদ-গাঁজা, ইয়াবা খাইনি। তাহলে আমরা খাব কেন? মদ-গাঁজা, ইয়াবা খাওয়া মানেই আমার পরিবারের ঐতিহ্যের অবমাননা। তাদের অপমান করা তাদের বংশে দাগ দেওয়া। মদ খাওয়াটা ভালো মানুষের পরিচয় না। তাহলে মদ-গাঁজা, ইয়াবা খেয়ে আমরা কুলের কলঙ্ক হচ্ছি নাতো?
অনেকে বলেন নিজের রোজগারে খায়। নিজের বাপের টাকাই খায়। একদম ১০১% সত্য। জীবনটা আপনার, রোজগারটা আপনার, টাকাটা আপনার, খরচটা আপনার আর সিদ্ধান্তটাও আপনার। ভালো কাজে খরচ করবেন না মন্দ কাজে লাগাবেন।
আমি বলব মদ খাবেননা মদ মানুষকে মরাই।
১) প্রথমে নিজের পরিবার মদ-গাঁজা, ইয়াবা মুক্ত রাখুন।
২) মদ-গাঁজা, ইয়াবা যুক্ত পরিবারের সাথে আত্মীয়তা থেকে বিরত থাকুন।
৩) মদ-গাঁজা, ইয়াবা সংগত থেকে দুরে থাকুন।
সরকারঃ
মদ-গাঁজা, ইয়াবা সেবনকারীদের চাকুরি থেকে বরখাস্ত করুন।
আর মদ-গাঁজা, ইয়াবা দোষীদের সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত করুন।
গাড়ির ড্রাইভার মদ খেয়ে এক্সিডেন্ট করলে ড্রাইভারের সাথে বেশী হলে ১০০ লোক মরবে।
আর যারা দেশের ভবিষ্যত, সরকারি বিভাগ তথা দেশের ড্রাইভার তারা যদি মদ খেয়ে এক্সিডেন্ট করে তাহলে তার লোক হিসাব টা বলতে পারবে পুলিস প্রশাসনের নেশা মাপক যন্ত্রটা।
আমি আমার আত্মীয়স্বজন বন্ধুদের বলছি…
যদি আমার সাথে সম্পর্ক রাখবেন মদ-গাঁজা, ইয়াবা ছাড়ুন। মদ-ইয়াবা লোকের বাড়িতে আমার প্রবেশ নিষেধ আছে।
মদ-গাঁজা, ইয়াবা মানুষ ও মনুষ্যত্বের মৃত্যু ঘটায়। মদ সমাজ ও স্বাস্থ্যের পক্ষে সমান ক্ষতিকারক।
Tags
জীবনধারা