হাসি

কে যেন হাসছে প্রান খুলে,
এমন খোলা হাসি দেখেনি বহুদিন।
এ হাসি বাঁধন ছাড়া উন্মুক্ত,
আজ যেন সে স্বাধীন।

আমায় সেই মুখ এনে দাও,
যে মুখের হাসি মুক্ত প্রাণবন্ত।
বড় অভাবে পড়েছে সমাজে,
ফিরিয়ে দাও খুশি হোক জীবন্ত।

আট্টহাসি বন্ধ করো চাটুকারের,
তোষামোদের বিষমিশ্রিত নমন।
সবুজ আবার স্বাধীনে উদগ্রীব,
ব্যাথা তার প্রত্যেহ দিচ্ছে সমন।

ফেরে চাই হাসতে খুলে প্রান,
যেভাবে ফুটে উঠে মুক্তির স্বাদ।
মিছিল করে হাসবো সুখে দলে দলে,
থাকুক সামনে দাড়িয়ে কানা জল্লাদ।
smile হাসি | আমির হোসেন

Post a Comment

Previous Post Next Post

Contact Form