গ্রীষ্ম দিলেন আল্লাহ্ মহান শীতের পরিত্রাণ,
ঘরে ভেতর লুকায় মানুষ বৃষ্টি ভিক্ষা চান।
বৃষ্টি দিলে বান্দা কুলের ভাঙ্গে সরল প্রাণ,
আল্লাহ্ বলেন ফেরেস্তাদের- দেখো নাফরমান।
তৃপ্তি পায় না হৃদয় তাদের করি যাহাই দান,
মানুষ আমার এমন সৃষ্টি আমিই পেরেশান।
সৃষ্টি আমার এই দুনিয়ার সাজানো বাগান,
আমার বাগান করছে উজাড়- মানুষ নাফরমান।
ঘরে ভেতর লুকায় মানুষ বৃষ্টি ভিক্ষা চান।
বৃষ্টি দিলে বান্দা কুলের ভাঙ্গে সরল প্রাণ,
আল্লাহ্ বলেন ফেরেস্তাদের- দেখো নাফরমান।
তৃপ্তি পায় না হৃদয় তাদের করি যাহাই দান,
মানুষ আমার এমন সৃষ্টি আমিই পেরেশান।
সৃষ্টি আমার এই দুনিয়ার সাজানো বাগান,
আমার বাগান করছে উজাড়- মানুষ নাফরমান।
Tags
ছড়া-কবিতা