শিক্ষার আলো

সামিরা আক্তার তার পিতা অতিদরিদ্র দিন মজুর। দুঃখ-কষ্টের জীবনের নিজে সৰ্ব্বদা উদরপূর্ণ আহার করিতে পারতেন না। তার পক্ষে সামিরাকে লালন পালন করা সম্ভব ছিল না। তাই তিনি তাকে এক দূরসম্পর্কের আত্মীয়ের বাসায় রেখে যান। সেই ছোট্ট শিশু সামিরা এখন বড় হয়েছে কিন্তু দুঃখের বিষয় যে, সে এখনো শিক্ষার আলো দেখেননি। ঐ বাসারই একটি ছোট্ট মেয়েকে স্কুলে বিদায় করে, সে তাহার দিকে তাকিয়ে রইল। সে বুঝে গেছে যে, সংসার তাকেই টানতে হবে। তার জীবনে শিক্ষার অালো কখনোই জ্বলবেনা। এই ছবি নিজেই হাজার কথা বলে, যা দেখে হাজার সত্য আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়।
শিক্ষার আলো | আমির হোসেন

Post a Comment

Previous Post Next Post

Contact Form