যুব সমাজ

এখনকার যুব সমাজ খারাপ অতি- কোন শিক্ষা এদের নেই,
বেশীদূর যাবে না এরা আর- মাঝপথে ভেঙে পড়বে অচিরেই।
গুরুজনে দেয় না মান- ছোটদের ভালবাসা,
কেমন করে উঠবে চূড়ায়- কেমনে করি আশা।
বন্ধুত্ব নেই সমবয়সীদের সাথে- কেউ চিনে না কারো,
প্রযুক্তি নিয়ে দিনরাত ঘরকুনো হচ্ছে আরো।
খেলাধূলা সব ভুলেছে বাহিরে যায় না কেউ,
ঘাপটি মেরে ঘরের কোনে রয় যেন কনে বউ।
এসব কথা সবই ঠিক- দোষী কি শুধু এরা,
কেন থাকে ঘরের কোনে- ঘরকুনো করেছে কারা।
খেলাধূলা ভুলবেনা কেন- আছে কি কোনো মাঠ,
বন্ধুদেরই বা চিনবে কেমনে- আছে কি সহজ পাঠ?
ইয়া বড় ব্যাগটি কাঁধে স্কুল পানে ধায়,
আশেপাশে তাকাতে পারেনা- কোমর বেঁকে যায়।
কত কত পড়া তাদের সময় নেইতো কোনো,
একটার পর একটা পরীক্ষা থরে থরে সাজানো।
নিঃশ্বাস ফেলার নেইতো সময় সকাল থেকে রাত,
শ্রদ্ধা-ভালবাসা কেমনে শিখবে এমন যাদের বরাত।
সব কিছুতেই এরা দোষী- আমাদের কি নেই দোষ,
নিজের অতীত দেখিনা কেউ- এটাই রইলো আফসোস।

Post a Comment

Previous Post Next Post

Contact Form