বাংলা ভাষা

বাংলা ভাষা হৃদয়ের ভাষা বাংলা আমার প্রাণ,
বাংলা ভাষার সমর ক্ষণে জীবন করিবো দান।
বাংলা ভাষা মায়ের ভাষা প্রথম শেখা কথন বুলি,
বাংলা ভাষা মনের গহীনে ফুটেছে হাজারো কলি।
বাংলা ভাষা বাবার আদর শিশুর মুখের হাঁসি,
বাংলা ভাষায় মধুর সুরে রাখাল বাজায় বাঁশি
বাংলা ভাষায় সাহিত্যিকরা লেখে কবিতাও ছড়া,
বাংলা ভাষার পদ্য প্রবন্ধ অনন্য মুগ্ধতা ভরা।
বাংলা ভাষার মাঝে শত শহিদী ভাই'য়ের রক্তে আঁকা,
বাংলা ভাষা সন্তানের খুঁজে মা পন্থপানে বসে থাকা।
বাংলা ভাষা ৫২ আন্দোলনে প্রিয় স্বজন হারানো,
বাংলা ভাষার শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো।
বাংলা ভাষাতে তৃষ্ণা মিঠে শীতল করে দেহ মন,
বাংলা ভাষা কোটি মানবের ছড়ায় মায়ার বাঁধন।
বাংলা ভাষা যে রাষ্ট্র ভাষা আট ফাল্গুনের প্রেরণা,
বাংলা ভাষা রাখিবো ধরে কখনো মোরা ভুলবনা?

Post a Comment

Previous Post Next Post

Contact Form