নোংরা রাজনীতি

বর্তমান বা অতীতের সরকার কাহারো নাহি দোষ,
ক্ষমাতায় পেয়ে লোভী ব্যক্তি হারায় সকল হুঁশ।
সবার আগে পূরণ করে তারা নিজেদের সব স্বার্থ,
জনগণের যে প্রতিশ্রুতি দেয় সকলি হয় ব্যর্থ ।
তাদের হাতে এই দেশটা দিয়ে হলো মোদের ক্ষতি,
উন্নয়নের ধারা পিছনে ফেলে করে নোংরা রাজনীতি।
তাদের ইচ্ছা মত দেশ চালায় হয়না দেশের লাভ,
নিজের দেশটা'কে নষ্ট করা তাদের একটি স্বভাব।
কি করিলে উন্নতি হবে তারা সদাই থাকে ব্যস্ত,
দেশের টাকা খেয়ে বানায় নিজের তাজা স্বাস্থ্য।
শান্তি'র নামে শ্লোগান তুলে কত যে ভাষণ দিলো,
বিনিময়ে হরতাল অবরোধে শত প্রাণ কেড়ে নিলো।
কেমন রাজনীতি করছে তারা শাসন বুঝি নাই দেশে,
দুর্নীতি কুসংস্কার করে বেড়াই অথৈ আনন্দ উল্লাসে।
জনগণ হলো খেলার পুতুল গলায় শোষণের রশি,
একই পথের পথিক সকল করবো কাহারে দোষী।

Post a Comment

Previous Post Next Post

Contact Form